জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে চাই: রিজভী

আপডেট: June 28, 2025 |
inbound8842849637381439230
print news

জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে চায় বিএনপি—এমনটাই জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৮ জুন) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির ৩৬ দিনের কর্মসূচির প্রথম দিনের ভেন্যু পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “আমরা ১ জুলাইকে কেন্দ্র করে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। এই কর্মসূচির মাধ্যমে আমরা জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান ও শহীদদের যথাযথ সম্মান জানাতে চাই।

যারা গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন, তাদের আমরা ভুলে যেতে পারি না।”

তিনি বলেন, “জাতির অনেক বড় অর্জনের একটি হলো জুলাই বিপ্লব। সেই অর্জনের বর্ষপূর্তি আমরা মর্যাদাপূর্ণভাবে উদযাপন করতে চাই।

আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়ন হবে এবং নিরাপদ জীবন নিশ্চিত হবে।”

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রিজভী বলেন, “অর্থনীতি, সমাজ, রাজনীতি সবখানেই সংকট আছে।

এসব থেকে মুক্তি পেতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দ্রুত নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমরা প্রত্যাশা করি, নির্বাচন কমিশন দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের তারিখ ঘোষণা করবে।”

‘গণ-অভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক অনুষ্ঠানের অংশ হিসেবে ১ জুলাই সব রাজনৈতিক দলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। শহীদ পরিবারকে সম্মান জানিয়ে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের কথাও জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Share Now

এই বিভাগের আরও খবর