বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ধারালো ছোরাসহ  গ্রেফতার ০১

আপডেট: June 28, 2025 |
inbound8173951166248294546
print news

শাহজাহান বগুড়া, জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ধারালো ছোরাসহ মোঃ সিরাতুন্নবী সিরাত(১৯) মামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

২৮ জুন (শনিবার) রাত্রী ০০.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন বৃন্দাবন দক্ষিণ পাড়াস্হ ডোমের গড় এলাকার জৈনক রিফাতের বাড়ির পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ সিরাতুন্নবী সিরাত কে ধারালো ছোরাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত সিরাত বগুড়া জেলা শহরের বৃন্দাবন দক্ষিণপাড়া গ্রামের মৃত-আতিকুল ইসলাম বুলবুল এর ছেলে।

অভিযানকালে ধৃত আসামীর দোওয়া তথ্য মোতাবেক আসামীর উত্তর দুয়ারী ঘরের মেঝেতে তোষকের নিচে থেকে একটি লোহার তৈরি একপাশে ধারালো ছোরা উদ্ধার পূর্বক জব্দ করেন গোয়েন্দা পুলিশ।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃজাহাঙ্গীর কবির এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল অভিযান পরিচালনা করেন।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃজাহাঙ্গীর কবির জানান,ধৃত আসামী সিরাত এলাকায় কিশোর গ্যাং তৈরি করে এলাকায় চুরি,ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপকর্ম পরিচালনা করিয়া আসছিলো।

ধৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র আইনে একটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

তিনি আরো বলেন,গ্রেফতারকৃত আসামী মোঃ সিরাতুন্নবী সিরাতের বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু পূর্বক দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর