সায়েন্স ল্যাবে ধানমন্ডির আইডিয়াল শিক্ষার্থীদের সড়ক অবরোধ


ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সতীর্থের মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যা’ বলে দাবি করে সোয়া ঘণ্টা অবরোধ করে রেখেছিল ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
রোববার দুপুর ১টা থেকে শুরু হওয়া এ অবরোধে মিরপুর রোডসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
নিউ মার্কেট থানার ওসি মাহফুজুল হক জানান, তদন্ত করে বিচার নিশ্চিত করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা দুপুর সোয়া ২টার দিকে অবরোধ তুলে নেয়।
গত ২২ মে রাতে রাজধানীর বাংলামোটর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী আরশাদের মৃত্যু হয়। ঘটনার পর থেকে তাঁর সহপাঠীরা একে দুর্ঘটনা নয়, ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে দাবি করে আসছেন।
সড়কে আরশাদের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে আজ দুপুর ১২টার দিকে রাজধানীর কনকর্ড টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল শুরু করেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
পরে তাঁরা মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়, কাঁটাবন হয়ে নীলক্ষেত ঘুরে পুনরায় সায়েন্স ল্যাব মোড়ের একপাশের সড়ক অবরোধ করেন।
তাঁদের অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘আরশাদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’