পরিত্যক্ত টয়লেট থেকে গৃহবধুর বস্তাবন্দি লাশ উদ্ধার


জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিত্যাক্ত টয়লেট থেকে রিমু আক্তার (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যার দায় স্বীকার করে ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ জানায়, গেল সাতদিন আগে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয় গৃহবধু রিমু আক্তার। বিষয়টি জানা যায় গৃহবধুর বাবা ইকরামুল হকের কাছ থেকে।
কারন ইকরামুল হক গতকাল রোববার (২৯ জুন) পীরগঞ্জ থানায় এসে একটি সাধারণ ডায়েরী করেন। আর সেখান থেকে জানা যায় গৃহবধু নিখোজের বিষয়টি।
তবে ওই গৃহবধুর বাবা এরই মধ্যে তার জামাতার সাথে বার বার যোগাযোগ করে মেয়ের কথা জানতে চেস্টা করেছেন সে কথায় আছে।
তারপরেও গৃহবধুর স্বামী লিটন হত্যার বিষয়টি স্বীকার করেনি। দেলওয়ার হোসেন (লিটন) এর বাসা পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের একান্নপুর লক্ষিন্দর হাট এলাকার বাসিন্দা।
পরবর্তিতে সোমবার (৩০ জুন) সকালে লিটনের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দুরে খটশিংগা শিবরামবাটী এলাকার সুমন নামে এক ব্যক্তির বাড়ির পরিত্যাক্ত টয়লেটের পাশ থেকে দূর্গন্ধ বের হয়।
বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা তা দেখে পুলিশে খবর দেয়। এরই মধ্যে গৃহবধুর স্বামী সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যের কাছে হত্যার বিষয়টি স্বীকার করে। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে বিষয়টি নিশ্চিত হয়। আটক করা হয় লিটনকে।
তবে এমন ঘটনা কোনভাবেই মেনে নিতে পারছেন না নিহতের স্বজন ও এলাকাবাসি। ওই গৃহবধু পাঁচ মাসের গর্ভবতি ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তাজুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বামীকে আটক করা হয়েছে।
এ ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।