আবারও ডেঙ্গুতে মৃত্যু, নতুন করে আক্রান্ত ৩৮৬

আপডেট: July 1, 2025 |
inbound4042368099720211591
print news

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই মৃত্যু হয়। আর এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৬ জন।

মঙ্গলবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব মিলিয়ে এ বছর ডেঙ্গুতে ৪৩ জনের জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৮২ জন।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৬৩ জন, চট্রগ্রাম বিভাগে ১৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩, ঢাকা সিটিতে ৬৮, খুলনা বিভাগে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন এবং রাজশাহী বিভাগে ৩৯ জন রোগী রয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর