ইসরায়েলে ফের মিসাইল হামলা, পাল্টা প্রতিশোধের হুমকি তেলআবিবের

আপডেট: July 2, 2025 |
inbound5115164297712954114
print news

ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। মঙ্গলবার (১ জুলাই) এই হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “ইয়েমেনের ভাগ্য হবে তেহরানের মতো।”

হামলার সময় জেরুজালেমে সতর্কতা সাইরেন বাজলে আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কার্টজ আরও বলেন, “যারা ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে, তাদের সেই হাত কেটে ফেলা হবে। আমরা প্রথমে তেহরানের সাপের মাথায় আঘাত করব, এরপর হুতিদেরও জবাব দেব।”

অন্যদিকে হামলার দায় স্বীকার করেছে হুতি গোষ্ঠী। তারা বলেছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নিয়মিত হামলা চালিয়ে আসছে হুতিরা। বেশিরভাগ হামলাকে প্রতিহত করার দাবি করে আসছে আইডিএফ।

উল্লেখ্য, হুতিদের হামলার জবাবে ইসরায়েলও এর আগে ইয়েমেনের ভেতরে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

সূত্র: রয়টার্স, আরব নিউজ, টাইমস অব ইসরায়েল

Share Now

এই বিভাগের আরও খবর