শিক্ষকের আঘাতে রক্তাক্ত দ্বিতীয় শ্রেণির ছাত্র


পাবনার চাটমোহরে সহকারী শিক্ষকের চড়ে আহত হয়েছে সোয়াদ হোসেন (৮) নামের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী।
চড়ের আঘাতে তার নাক ফেটে রক্তক্ষরণ শুরু হলে তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনাটি ঘটে গতকাল বুধবার সকালে ছাইকোলা ইউনিয়নের কানাইয়ের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
অভিযুক্ত শিক্ষক হাফিজুর রহমান ঘটনার পরপরই বিদ্যালয় ত্যাগ করেন। আহত সোয়াদ ওই গ্রামের মুকুল হোসেনের ছেলে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সোয়াদ ক্লাস চলাকালে বাইরে যাওয়ার অনুমতি নিয়ে বেরিয়ে দেরিতে ফেরে। এতে ক্ষিপ্ত হয়ে সহকারী শিক্ষক হাফিজুর রহমান তাকে চড় মারেন। চড়টি তার নাকে লেগে গুরুতর আঘাত করে।
শিশুটির বাবা মুকুল হোসেন বলেন, “শিক্ষক শাসন করতেই পারেন, কিন্তু এমনভাবে মারধর করে রক্তাক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি ঘটনার বিচার চাই।”
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, তিনি ঘটনার সময় অফিসে ছিলেন না। পরে খবর পেয়ে খোঁজ নিয়েছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
অভিযুক্ত শিক্ষক হাফিজুর রহমান বলেন, “শিশুটি বারবার ক্লাস থেকে বাইরে যাচ্ছিল। চড় মারতে গিয়ে তা নাকে লেগে যায়। এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমি দুঃখিত।”
চাটমোহর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, “বিষয়টি খুবই দুঃখজনক। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”