কুমিল্লায় জামায়াত আমিরের হুঁশিয়ারি, ‘মুক্তির সূর্য উঠবেই’

আপডেট: July 5, 2025 |
inbound9100970076207509161
print news

বাংলাদেশে যেনতেন নির্বাচন নয়, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন চান বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতির আকাশে এখন কালো মেঘের আনাগোনা। তবে মেঘ যতই ঘন হোক, সূর্যকে আটকানো যাবে না। ইনশাআল্লাহ, মুক্তির সূর্য উঠবেই।”

শনিবার (৫ জুলাই) কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কুমিল্লা মহানগর জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেনী যাওয়ার পথে তিনি দাউদকান্দি, চান্দিনা, আলেখারচর, পদুয়ার বাজার ও চৌদ্দগ্রামেও পথসভায় বক্তব্য দেন।

ডা. শফিকুর রহমান বলেন, “যুবকরা রক্ত ও জীবন দিয়ে বাংলাদেশকে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গেছেন।

আমরা সেই রক্তের সঙ্গে বেঈমানি হতে দেব না। আগামী নির্বাচন সুষ্ঠু না হলে আবারও রক্ত দিতে হতে পারে, তাই আমরা কোনো সাজানো নির্বাচন চাই না।”

ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নতুন বা পুরাতন নয়—আগামীতে যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে। সে লড়াইয়ে কোরআন বুকে নিয়েই আমরা জয়ী হব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “দেশে রাজনীতির নামে নানা অপকর্ম চলছে। সংশ্লিষ্টদের বলছি, সাবধান হোন, নিজেদের সামলান—নইলে জনগণই আপনাদের সামলাবে।”

পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবু তাহের মো. মাসুম, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, মহানগর জামায়াতের নায়েবে আমির মোসলেহ উদ্দিন আহমেদ, বরুড়া আসনে মনোনীত প্রার্থী মু. সফিকুল আলম হেলাল ও সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর