পবিত্র আশুরায় তাজিয়া মিছিলে অস্ত্র ও পটকা নিষিদ্ধ: ডিএমপি

আপডেট: July 5, 2025 |
inbound3821403417388159032
print news

পবিত্র আশুরা উপলক্ষে আগামীকাল ৬ জুলাই (রোববার) চট্টগ্রাম মহানগরে আয়োজিত তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

 

শুক্রবার (৪ জুলাই) সিএমপির পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আশুরার দিন তাজিয়া মিছিলে অতীতে কিছু ব্যক্তি দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি ও লাঠি বহন করে অংশগ্রহণ করায় জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। এতে নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং কখনো কখনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও তৈরি হয়।

এই পরিস্থিতি প্রতিরোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮-এর ২৯ ও ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সিএমপি তাজিয়া মিছিলে যেকোনো ধরনের ধারালো অস্ত্র, লাঠি, আতশবাজি ও পটকা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে।

নিষেধাজ্ঞাটি মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে। জননিরাপত্তা ও ধর্মীয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নগরবাসীকে এই সিদ্ধান্তে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সিএমপি।

Share Now

এই বিভাগের আরও খবর