আইনের শাসনই জুলাই চেতনার মূল: অ্যাটর্নি জেনারেল

আপডেট: July 5, 2025 |
inbound2780487151207339566
print news

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই চেতনা বাস্তবায়নে সরকারকে তার মেশিনারি ব্যবহার করতে হবে। তিনি বলেন, “জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল সুশাসন, আইনের শাসন, এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, যাতে ভোটের অধিকার নিশ্চিত করা যায়।”

শনিবার (৫ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অডিটোরিয়ামে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত একটি অনুষ্ঠানে “জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়” বিষয়ে ছায়া সংসদে বক্তৃতা প্রদানকালে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, “জুলাই বিপ্লব কোন নাগরিক সমাজের ব্যানারে হয়নি, এটি ছিল নাগরিকদের পক্ষ থেকে। সরকার ও নাগরিক সমাজের মধ্যে দ্বন্দ্ব নিরসন করতে হবে।

সরকারকে বুঝতে হবে নাগরিক কী চায় এবং নাগরিক সমাজকেও দলীয় লেজুড়বৃত্তি পরিহার করতে হবে। নাগরিকের কথা বলতে হবে, দল বা গোষ্ঠীর কথা নয়। তবেই নাগরিক প্রত্যাশা বাস্তবায়িত হবে।”

তিনি আরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান জুলাই হত্যাকাণ্ডের বিচারে ত্রুটি-বিচ্যুতি থাকলে তা তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, “ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে না।”

আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান সম্পর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, “আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা যারা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে নিষেধাজ্ঞা আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া হয়েছে, তা আমার কাছে স্থায়ী মনে হয়।”

সংবিধান সংশোধন নিয়ে তিনি বলেন, “সংবিধান নতুন করে লিখতে আপত্তি নেই। লেখা যেতেই পারে, তবে এ সংবিধান পৃথিবীর অন্যতম সেরা সংবিধান।”

এসময়, মব সন্ত্রাসের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, “মব সন্ত্রাস বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, বরং ১৭ বছরের অবিচারের বিরুদ্ধে ক্রোধের বহিঃপ্রকাশ। এ ক্রোধ আমরা প্রত্যাশা করি না। মব সন্ত্রাস জুলাইয়ের অর্জনকে ম্লান করতে পারে, তাই এটি বন্ধ করতে হবে।”

হাইকোর্ট বিকেন্দ্রীকরণ করার বিষয়ে ঐকমত্য কনিশনের সুপারিশ পরবর্তীতে বিবেচনা করা যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর