গাজীপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান


মাসুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) সারাদিন ব্যাপী মহানগরীর ২৭ নং ওয়ার্ডের লক্ষ্মীপুরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ আয়োজন করা হয়।
গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির পৃষ্ঠপোষকতায় ও অধ্যাপক এম এ মান্নান স্মৃতি একাডেমির সভাপতি যুবদল নেতা মাহমুদ হাসান রাজু’র উদ্যোগে প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সরবরাহ করা হয়েছে।
অধ্যাপক এম এ মান্নান স্মৃতি একাডেমির সভাপতি ও গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা গভর্নর লায়ন মোঃ আশরাফ হোসেন খান হীরা।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান প্রমুখ।