ঢাকা-ওয়াশিংটন ‘উইন-উইন’ শুল্কচুক্তির পথে, বললেন প্রেস সচিব

আপডেট: July 8, 2025 |
inbound1661344544794383904
print news

ঢাকা ওয়াশিংটনের সঙ্গে এমন একটি শুল্ক-চুক্তি করতে আগ্রহী, যা দুই দেশের জন্যই ‘উইন-উইন’ বা পারস্পরিকভাবে লাভজনক সমাধান হবে বলে আশা করা হচ্ছে—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম জানান, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এই দলে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও।

তিনি আরও জানান, গতকাল (সোমবার) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি এসেছে, যেখানে বলা হয়েছে—আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।

প্রেস সচিব জানান, ইতোমধ্যে বাংলাদেশি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার আলোচনা করেছে। আগামী ৯ জুলাই আরও একটি দফা বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন শেখ বশিরউদ্দিন।

তিনি বলেন, “আমরা আশাবাদী, এই আলোচনা দুই দেশের জন্যই একটি সম্মানজনক ও সমতাভিত্তিক সমাধানে পৌঁছাবে।”

Share Now

এই বিভাগের আরও খবর