জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সোহেল রানার মাতার মৃত্যুতে উপাচার্যের শোক

আপডেট: July 9, 2025 |
inbound5705668902143560124
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানার মাতা দিলারা বেগম (৭৪) আজ মৃত্যুবরণ করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

চীনে অবস্থানরত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান দিলারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, অধ্যাপক ড. মো. সোহেল রানার মাতার মৃত্যু তাঁর পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।

তিনি একজন অভিভাবক হারিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন অধ্যাপক ড. মো. সোহেল রানার মাতার মৃত্যুতে শোকাহত।

উপাচার্য তাঁর বার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান আজ পৃথক এক শোক বার্তায় অধ্যাপক ড. মো. সোহেল রানার মাতা দিলারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর