রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার ও গাছের চারা বিতরণ

আপডেট: July 9, 2025 |
inbound5882284527576900305
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন , উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল ইসলাম, হোসেনগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি মমতাজ আলী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ভবিষ্যতে একটি সবুজ, সুন্দর ও টেকসই সমাজ গড়ে তুলতে গাছ লাগানোর বিকল্প নেই। পরিবেশ রক্ষা কেবল সরকারি দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক কর্তব্য।

উল্লেখ্য যে, পেঁয়াজের বীজ, সার এবং আম, তাল, নারিকেলসহ বিভিন্ন ফলের মোট ৬ হাজার ৬৭৫টি চারা ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদান করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর