জয়পুরহাটে প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা

আপডেট: July 10, 2025 |
inbound2664285314692119537
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা জয়পুরহাট জেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বেসওয়া জেলা কমিটির সভাপতি ক্যাপ্টেন রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।

বেসওয়া জেলা কমিটির সহ সভাপতি আব্দুর রহিম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর