বগুড়ায় সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণা করে ১৬ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ০১

আপডেট: July 12, 2025 |
inbound6700605208593029362
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধনুট উপজেলায় সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে ১৬ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে মুনমুন আক্তার(৩০) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

১১ জুলাই (শুক্রবার) বিকেলে ধনুট থানা,পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মুনমুন আক্তার কিশোরগঞ্জ উপজেলার বানিয়াপাড়া গ্রামের মোকলেছার রহমান এর মেয়ে।

মামলা সূত্রে জানা গেছে, বগুড়ার ধনুট উপজেলাধীন ভান্ডারবাড়ী ইউনিয়নের মাধবডাঙ্গা গ্রামের বকুল মিয়ার মেয়ে আতিয়া খাতুন (১৯) এর সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় রাসেল রহমান (২৪) নামের এক যুবকের।

পরিচয়ের পর রাসের নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা পরিচয় দিয়ে আতিয়াকে চাকরির প্রলোভন দেখায়।

একপর্যায়ে আতিয়া খাতুন তার কথায় বিশ্বাস করে প্রথমে বিকাশ ও নগদের মাধযমে ১০(দশ) হাজার টাকা এবং পরে সরাসরি দেখা করে আরও ৩০ (ত্রিশ) হাজার টাকা প্রদান করেন।

পরে রাসেল,তার বোন মুনমুন আক্তার ও এক সহযোগী কল্পনা বেগম মিলে বিভিন্ন সময় বিকাশ ও নগদের মাধ্যমে মোট ১৬(ষোল) লাখ টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় প্রতারণার শিকার আতিয়া খাতুন বৃহস্পতিবার(১০ জালাই)বগুড়ার ধনুট থানায় রাসেল, মুনমুন আক্তার ও কল্পনা বেগমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই ধনুট থানা পুলিশ শুক্রবার অভিযান চালিয়ে মুনমুন আক্তারকে গ্রেফতার করা হয়।

ধনুট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর বলেন,সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

মামলার অন্যান্য আসামীদেরকেও দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর