ব্যবসায়ী সোহাগ হত্যা: প্রতিবাদে কুষ্টিয়ায় ছাত্র-জনতার মশাল মিছিল

আপডেট: July 13, 2025 |
inbound236816610836480891
print news

কুষ্টিয়ায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে কুষ্টিয়া জেলা প্রতিবাদী ছাত্র-জনতা।

ঢাকার মিটফোর্ড হাসপাতালে সাম্প্রতিক নৃশংস হত্যাকান্ড ও সারাদেশে ক্রমবর্ধমান চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৯ টায় কুষ্টিয়া পৌরসভা চত্বরের বিজয় উল্লাস চত্বর থেকে বিক্ষোভকারীরা মশাল মিছিল বের করে।

শহরের প্রধান বাণিজ্যিক সড়ক এসএস রোড প্রদক্ষিণ করে সিঙ্গার মোড়ে এসে সমাবেশে তারা মিলিত হয়।

এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, আপ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা সুলতান মারুফ তালহা, ভিপি ইঞ্জিনিয়ার আবু সাহেদ রঞ্জু, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা সভাপতি সাজ্জাদ ছাব্বির, এনসিপি নেতা রাসেল পারভেজ, ছাত্রনেতা শাহীন, নজরুল ইসলাম, গণ-অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্রনেতা সাইদ ইসলাম শ্রেষ্ঠ এবং জেলার ২৪’র জুলাই যোদ্ধারা।

সমাবেশে বক্তারা বলেন, “এই দেশ থেকে চাঁদাবাজি, দখলদারি ও রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি সমূলে উৎপাটন করতে হবে।

যারা অপকর্মে লিপ্ত, তারা যে দলেরই হোক, তাদের ফ্যাসিস্ট সরকারের মতো দেশ ছাড়তে বাধ্য করা হবে।”বক্তারা আরো বলেন, “২৪ সালের জুলাই বিপ্লবের পর দেশে আর কোনো চাঁদাবাজির স্থান থাকবে না।

জনগণের রক্তের দামে যারা রাজনীতি করে, তাদের জন্য বাংলার মাটিতে ঠাঁই নেই।” সমাবেশে বিক্ষোভকারীরা ঘোষণা দেন, “কোনো অন্যায়-অবিচারের সাথে আপোষ নয়, গণআন্দোলনের মাধ্যমেই হবে গণজাগরণ। নৈরাজ্যের বিরুদ্ধে এই সংগ্রাম চলবেই।

Share Now

এই বিভাগের আরও খবর