অনলাইনে পাওয়া যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সব টিকিট

আপডেট: July 13, 2025 |
boishakhinews 38
print news

 

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বোচ্চ ৩৫০০ টাকা ও সর্বনিম্ন ৩০০ টাকায় মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। ২০, ২২ ও ২৪ জুলাই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং মধুমতি ব্যাংকের সহযোগিতায় এই সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এই সিরিজের সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। প্রতিটি ম্যাচের জন্য একটি নিবন্ধিত অ্যাকাউন্ট থেকে একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অনলাইনে বিক্রি না হওয়া টিকিট বিক্রি করা হবে স্টেডিয়ামের বাইরের বুথে।

আরো পড়ুন:

বাংলাদেশ সফরে পাকিস্তান দল ঘোষণা, নেই একাধিক তারকা
বাংলাদেশ সফরে পাকিস্তান দল ঘোষণা, নেই একাধিক তারকা

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান তিন টি-টোয়েন্টি
মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান তিন টি-টোয়েন্টি

টিকিটের মূল্য তালিকা:
ক্লাব হাউস (সাউথ – শহীদ মুশতাক স্ট্যান্ড, আপার ও লোয়ার টিয়ার): ৮০০ টাকা

ক্লাব হাউস (নর্থ – শহীদ জুয়েল স্ট্যান্ড): ৮০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি (নর্থ – মিডিয়া ব্লক): ১৫০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি (সাউথ – কর্পোরেট ব্লক): ১৫০০ টাকা

ইন্টারন্যাশনাল লাউঞ্জ (সাউথ – কর্পোরেট ব্লক): ৩৫০০ টাকা

গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার ও আপার টিয়ার): ২৫০০ টাকা

শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ৪০০ টাকা

নর্দার্ন গ্যালারি: ৪০০ টাকা

ইস্টার্ন গ্যালারি: ৩০০ টাকা।

Share Now

এই বিভাগের আরও খবর