রাজীবের নামে ভালোবাসার তালা বেঁধে চাবি ছুড়ে ফেললেন মেহজাবীন

আপডেট: July 13, 2025 |
boishakhinews 37
print news

ভালোবাসা চিরস্থায়ী করার এই অভিনব রীতি বিশ্বজুড়ে বহু যুগ ধরেই চলে আসছে। আর এবার সেই রোমান্টিকতায় ধরা দিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

 

সম্প্রতি ইউরোপ সফরে ফ্রান্সের রাজধানী প্যারিসে গিয়েছেন মেহজাবীন চৌধুরী। আর সেখানেই সাইন নদীর বিখ্যাত ‘পঁ দে আর্টস’ সেতুর রেলিংয়ে নিজের ও স্বামী আদনান আল রাজীবের নামে ভালোবাসার তালা বেঁধে চাবিটা ছুড়ে ফেলেছেন নদীতে।

এই ঐতিহাসিক সেতুটি প্রেমিক-প্রেমিকাদের কাছে ‘লাভ ব্রিজ’ হিসেবে বিশ্বখ্যাত। যুগলরা এখানে এসে তালা ঝুলিয়ে ভালোবাসা অমলিন রাখার অঙ্গীকার করেন এবং সেই তালার চাবি ছুড়ে দেন নদীতে—যেন চাবি খুঁজে না পাওয়া মানেই এই প্রেম ভাঙার কোনো সুযোগ নেই।

মেহজাবীন নিজের ইনস্টাগ্রাম স্টোরি ও পোস্টে তালা লাগানোর সেই মুহূর্তের একগুচ্ছ ছবি ও ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন ‘লক’।

প্রসঙ্গত, মেহজাবীন ও রাজীব দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন। চলতি বছর ঘরোয়া আয়োজনে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। এ যেন শুধু তালা নয়, ভালোবাসা রক্ষার এক চিরন্তন অঙ্গীকার।

Share Now

এই বিভাগের আরও খবর