লংকানদের পরাজিত করে ৮৩ রানে জিতল বাংলাদেশ

আপডেট: July 14, 2025 |
boishakhinews 6
print news

বাংলাদেশ: ১৭৭/৭ (২০ ওভার)

শ্রীলঙ্কা: ৯৪/১০ (১৫.২ ওভার)

ফল: বাংলাদেশ ৮৩ রানে জয়ী 

১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৯৪ রানে অলআউট শ্রীলঙ্কা। টি-টোয়েন্টিতে রানের ব্যবধানে এটি দ্বিতীয় সর্বোচ্চ জয়। সর্বোচ্চ ৩২ রান করেন নিসাংকা। ২০ রান আসে শানাকার ব্যাট থেকে। আর কেউ দুই অঙ্কের মুখ দেখেননি। রিশাদ সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নেন শরিফুল-সাইফ।

 

ধুঁকছে শ্রীলঙ্কা 

 

নিজের প্রথম ২ ওভারে ১৯ রান দিয়ে উইকেটের দেখা পাননি মিরাজ। তৃতীয় ওভারে এসে বাজিমাত। এক প্রান্তে আগলে রাখা দাসুন শানাকাকে সাজঘরে পাঠান মিরাজ। ১৬ বলে ২০ রান করেন শানাকা। পরের ওভারেই সাইফউদ্দিন ফেরান বন্দরসেকে। ৮৩ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছে দলটি। ক্রিজে বিনুরার সঙ্গী থিকশানা।

রিশাদের জোড়া আঘাত 

৪ উইকেটের পতনের পর জুটি গড়ে প্রতিরোধের আভাস দিচ্ছিলেন নিসাংকা-শানাকা। তখনি স্বস্তি এনে দেন রিশাদ। এগিয়ে এসে মারতে গিয়ে ভুল করেন নিসাংকা। ভুল করেননি লিটন। স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে নিসাংকা ফেরেন ৩২ রানে। ১ বল পরেই রিশাদ ফেরান নতুন ব্যাটার চামিকা করুনারত্নেকে। ৭৩ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা।

 

শরিফুল-সাইফউদ্দিনে দিশেহারা শ্রীলঙ্কা

পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা। ৩ ওভারে ১২ রান দিয়ে ২ উইকেট নেন শরিফুল। ১ উইকেট নেন সাইফ উদ্দিন। রানআউট হয়ে ফেরেন কুশল মেন্ডিস। পাওয়ার প্লেতে মাত্র ৩৭ রান নিতে পারে স্বাগতিক শিবির। প্রতিরোধের চেষ্টা করছেন শানাকা-নিসাংকা।

 

১৭৮ রানের চ্যালেঞ্জ ছুঁড়ল বাংলাদেশ

লিটন-শামীমে ভর করে ৭ উইকেটে ১৭৭ রান করে বাংলাদেশ। শেষ ওভারে নিজের ভুলে রানআউট হয়ে ফিফটি মিস করেন শামীম। একই কারণে আউট হন জাকের আলীও। শামীমের ব্যাট থেকে আসে ২৭ বলে ৪৮ রান। ৫০ বলে সর্বোচ্চ ৭৬ রান করেন লিটন। এ ছাড়া হৃদয়ের ব্যাট থেকে আসে ৩১ রান।

 

লিটনের ফিফটি, শামীমের ঝড় 

আবারও ব্যর্থ মিরাজ

ব্যাটিং অর্ডারে উপরে উঠে এসেও পারছেন না মিরাজ। এবার তার ব্যাট থেকে এলো মাত্র ১ রান। অথচ ডাগআউটে শামীম-জাকের আলীর মতো ব্যাটারও আছে। ক্রিজে লিটনের সঙ্গী হলেন শামীম।

লিটন-হৃদয়ে বাংলাদেশের প্রতিরোধ

লিটন-হৃদয়ের জুটির ফিফটি হয় ৪১ বলে। ৭ রানে দুই ওপেনার সাজঘরে ফিরলে শুরু হয় দুজনের জুটি। পাওয়ার প্লে থেকে আসে মাত্র ৩৯ রান। ধীরে ধীরে হাত খোলার চেষ্টা করেছেন দুজনে। হৃদয়ের আউটে ভাঙে সেই জুটি। ৩১ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।

৭ রানে দুই ওপেনারকে হারালো বাংলাদেশ

তুষারার বলে সোজাসুজি ব্যাট চালিয়ে ভুল করে বসেন ইমন। ভুলের খেসারত দেন তুষারার বলে শূন্য রানে বোল্ড হয়। ইমন ফেরার পর ওপেনার তানজদীদও টিকতে পারেননি। ৮ বলে ৫ রান করে বিনুরার শিকার হন তিনি। ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নেন পেরেরা। ক্রিজে দুই নতুন ব্যাটার লিটন-হৃদয়।

সিরিজ বাঁচানোর লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই লিটন দাসদের সামনে। ডাম্বুলায় টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

বাংলাদেশ একাদশ

পারভেজ হোসেন, তানজিদ হাসান, লিটন দাস, জাকের আলি, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন

বাংলাদেশ মাঠে নেমেছে তিন পরিবর্তন নিয়ে। তাসকিন আহমেদ, তানজিম হাসানের সঙ্গে একাদশে নেই মোহাম্মদ নাঈম শেখ। তাদের জায়গায় একাদশে ঢুকেছেন জাকের আলি অনিক, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। 

শ্রীলঙ্কা একাদশ

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কুসাল পেরেরা, আভিশকা ফার্নান্দো, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো।

Share Now

এই বিভাগের আরও খবর