গণভবনে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন ৫ আগস্ট

আপডেট: July 14, 2025 |
inbound1140007480745401358
print news

জুলাই স্মৃতি জাদুঘরের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। আগামী ৫ আগস্ট জাদুঘরটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (১৪ জুলাই) ঢাকায় গণভবনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। তবে জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে আরো পরে’।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার প্রমুখ।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘একজন দর্শনার্থী জাদুঘরে প্রবেশ করার পর যেন উপলব্ধি করতে পারেন- কেন হলো জুলাই বিপ্লব, আওয়ামী লীগের দুঃশাসন এবং অভ্যুত্থানের স্মৃতি। শেখ হাসিনা ও তার সহযোগীদের অপরাধের বিচার আদালত করবে, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো একজন দর্শনার্থী জাদুঘরে এসে যেন শেখ হাসিনার অপরাধের বিচার নিজের বিবেক দিয়ে করতে পারেন।’

তিনি জানান, জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনার জন্য একটি আইনি কাঠামো তৈরি করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাদুঘরে থাকবে জুলাই আন্দোলনের স্থিরচিত্র, শহীদদের জামাকাপড়, চিঠি, স্মারক, গুরুত্বপূর্ণ নথিপত্র, পত্রিকার কাটিং, অডিও-ভিডিওসহ নানা উপাদান। এছাড়া সেখানে বিশেষভাবে স্থান পাচ্ছে শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য।

জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশ জাতীয় জাদুঘরেরই একটি অংশ হিসেবে গড়ে তোলা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর