জয়পুরহাটে ব্র্যাকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আফরোজা আকতার চৌধুরী


জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ব্র্যাক আলট্রাপুওর- গ্র্যাজুয়েশন কর্মসূচির ২০২৪ কোহর্ট এর নার্সারি সদস্যর নিম, লেবু ও সজিনা গাছের চারা বিভিন্ন উপকারভোগীদের মাঝে ৩০০ চারা বিতরণ করা হয়।
রবিবার বিকেলে ব্র্যাকের আয়োজনে পাঁচবিবি উপজেলায় গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রুমানা রিয়াজ, সহকারী কমিশনার (ভূমি)বেলায়েত হোসেন, ব্র্যাক জেলা সমম্বয়ক আরিফুল ইসলাম, ডেপুটি ম্যানেজার কৃষি ও সামাজিক বনায়ন আমিনুর রহমান, এসটিও- পোল্ট্রি & লাইভষ্টোক মিরাজ হোসেন, ব্যবস্থাপক মাইক্রো ফাইনান্স দাবি, পাঁচবিবি সুজন মিয়াসহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ব্র্যাকের এলাকা ও শাখা ব্যবস্থাপকগণ।
জেলা প্রশাসক মহোদয় ব্র্যাকের উর্ধ্বতন কর্তৃপক্ষকে এই পরিবেশ বান্ধব কর্মসূচি বাস্তবায়নের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
জেলায় মোট ৫০০ লেবুর চারা, ৫০০ নিম এবং ৫০০ সজনে চারা বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় পাঁচবিবিতে ৩০০ গাছের চারা বিতরণ করা হয়।