লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় পানিবন্দি দুই শতাধিক পরিবার


লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্তা ও আশপাশের এলাকায় দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
এসব পরিবারকে হাঁটু থেকে কোমরসমান পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। বুকসমান পানিতে ডুবে গেছে এলাকার ফসলি জমি।
স্থানীয় কৃষকদের অভিযোগ, লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে খালের ওপর গড়ে উঠেছে দোকান ও স্থাপনা।
সরু কালভার্ট আর খালে জমে থাকা কচুরিপানা ও আবর্জনার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বৃষ্টির পানি খালসহ আশপাশের এলাকা প্লাবিত হয়েছে।
সূতারগোপ্তা বাজার ও আশপাশ ঘুরে দেখা গেছে, খালের উপর গড়ে ওঠা দোকানপাট এবং অস্থায়ী কালভার্টের কারণে পানি চলাচল ব্যাহত হচ্ছে।
এলাকার গণকবরের সামনের রাস্তায় প্রায় ২ ফুট পানি জমে আছে। পানিতে ডুবে গেছে স্থানীয় ফাইভ স্টার কিন্ডারগার্টেন। বিকল্প ঘরে পাঠদান চালিয়ে নিচ্ছেন শিক্ষকরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জহির আহমেদ জানান, ইতিমধ্যে ৩৭৫ হেক্টর জমির আমনের বীজতলা পানিতে ডুবে গেছে এবং ১১০০ হেক্টর জমির আউশ এবং ২০০ হেক্টর জমির শাকসবজির মধ্যে ৯৫ হেক্টর পানির নিচে রয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা জানান, সূতারগোপ্তা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ-জামান খান বলেন, মেঘনার পানি বিপৎসীমার নিচে রয়েছে।
এখানে জোয়ারের পানি ঢোকার সুযোগ নেই। মূলত খাল দখল, অপরিকল্পিত রাস্তাঘাট ও ছোট কালভার্টের কারণে পানি বের হতে পারছে না। এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।