বগুড়ায় অপহৃত মাদরাসাছাত্রী উদ্ধার, পল্লী চিকিৎসক গ্রেফতার

আপডেট: July 14, 2025 |
inbound851943156241476583
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধনুট উপজেলায় মাদ্রাসায় যাওয়ার সময় ফাঁকা রাস্তা থেকে অপহরণের অভিযোগে করা মামলায় আব্দুল লতিফ (৫৬) নামে এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহৃত মাদ্রাসার ওই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

১৪ জুলাই (সোমবার) দুপুর ২টার দিকে ধনুট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত পল্লী চিকিৎসক আব্দুল লতিফব বগুড়া জেলার ধনুট উপজেলাধীন গোপালনগর ইউনিয়নের বাঁশপাতা গ্রামের শাহজাহান আলীর ছেলে।

এর আগে রোববার(১৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাগাটিয়া বাজার এলাকা থেকে আব্দুল লতিফকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। আব্দুল লতিফের দুই স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বাঁশপাতা গ্রামের শাহ জামালের মেয়ে আমিনা খাতুন (১৫) মথুরাপুর আমিনা ময়েন সিনিয়র মাদ্রারাসার নবম শ্রেণীর ছাত্রী।

প্রায় ছয় মাস ধরে মেয়েটি বাড়ি থেকে মাদ্রারাসায় যাতায়াতের পথে আব্দুল লতিফ তাকে কু-প্রস্তাব দেয়। কিন্ত মেয়েটি তার কু-প্রস্তাবে রাজী হয়নি।

এ অবস্থায় গত ৮ জুলাই সকাল সাড়ে ৮টায় বাড়ি থেকে মাদ্রারাসায় যাওয়ার সময় পথিমধ্যে ধেরুয়াহাটি গ্রামের ফাঁকা রাস্তায় মেয়াটি পৌঁছিল তাকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায় আব্দুল লতিফ।

এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটির বাবা শাহ জামাল বাদি হয়ে ১১ জুলাই আব্দুল লতিফের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধনুট থানার এসআই মোহাম্মাদ আলী বলেন, ভিকটিমের জবানবন্দী রেকর্ডের জন্য আদালতে ও শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে আব্দুল লতিফ একাধিক নারীর সর্বনাশ করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর