জবি ডিবেটিং সোসাইটির ঝুলিতে ১০ লাখ টাকার পুরস্কার

আপডেট: July 15, 2025 |
inbound305838820049011846
print news

তানিয়া শবনম, জবি প্রতিনিধি: স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত “আমার চোখে জুলাই বিপ্লব” আইডিয়া প্রতিযোগিতা ২০২৫-এ ঢাকা জেলায় প্রথম হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। প্রতিযোগিতায় জয়ী হয়ে দলটি অর্জন করেছে ১০ লাখ টাকার পুরস্কার।

সোমবার (১৪ জুলাই) ঢাকা জেলা পরিষদ থেকে পাঠানো এক চিঠিতে বিজয়ী দলের নাম ঘোষণা করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশ নেন মাঈন আল মুবাশ্বির, মো. মেহেদী হাসান ও সাদিয়া আফরোজ মীম।

তাদের উপস্থাপিত আইডিয়ার শিরোনাম ছিলো “জুলাই অভ্যুত্থান বিতর্ক উৎসব-২০২৫”।

প্রতিযোগিতায় বিজয়ী হয়ে প্রাপ্ত ১০ লাখ টাকা পুরোপুরি উৎসর্গ করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে।

এই অর্থ দিয়ে একটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অংশগ্রহণকারী দল।

এবিষয়ে প্রতিযোগী সাদিয়া আফরোজ মীম বলেন, আলহামদুলিল্লাহ, আমরা আইডিয়া কন্টেস্টে প্রথম হয়েছি এটা নিঃসন্দেহে জেএনইউডিএস-এর অন্যতম বড় অর্জন।

অনেকদিন ধরেই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের স্বপ্ন ছিল আমাদের। গত ১০ জুলাই আমরা ৩ জনের একটি দল গঠন করে সব নিয়ম মেনে একটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতার প্রস্তাব জমা দিই ঢাকা জেলা পরিষদে।

সকালে জানানো হয়, আমরা বিজয়ী হয়েছি। কন্টেস্টের প্রাপ্ত অর্থ দিয়ে চলতি মাসেই আন্তঃস্কুল, আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় এই তিনটি ধাপে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করব।

এখন আমাদের মূল চ্যালেঞ্জ সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করা।

ডিবেটিং সোসাইটির এমন অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে।

Share Now

এই বিভাগের আরও খবর