জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

আপডেট: July 15, 2025 |
inbound3623448623848489821
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের রামদেও বাজলা স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন এর সঞ্চালনায় বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক  শহীদুল ইসলাম মল্লিক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক এম এ ওয়াহাব, জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোমিন খন্দকার ডালিম, তৈবুর রেজা প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর