জয়পুরহাটে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আপডেট: July 15, 2025 |
inbound4612824860285909426
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ বাস্তবায়ন উপলক্ষে জয়পুরহাটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজনে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাড. মামুনুর রশীদ, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহবুব,  জেলা শিক্ষা অফিসার রুহুল আমীন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক রওশন আলম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ- পরিচালক  লায়লুন নাজমা বেগম  প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাশরেকুল আলম প্রমুখ।

সভায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ বাস্তবায়ন উপলক্ষে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান বাস্তবায়নে বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর