বিয়ে করতে যাচ্ছেন সংগীতশিল্পী সেলেনা গোমেজ

আপডেট: July 16, 2025 |
boishakhinews 46
print news

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ। প্রেমিক সংগীত প্রযোজক ও গীতিকার বেনি ব্ল্যাঙ্কোকে চলতি বছরের সেপ্টেম্বরে বিয়ে করতে চলেছেন তিনি। এমনটাই এক প্রতিবেদনে জানিয়েছে ডেইলি মেইল।

তারা বলছে, ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোর একটি ভেন্যুতে দুই দিনব্যাপী চলবে বিয়ের আয়োজন।

এরই মধ্যে অতিথিদের আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেলেনা ও ব্ল্যাঙ্কোর পরিবারের সদস্য ও ইন্ডাস্ট্রির কাছের বন্ধুরা। তালিকায় রয়েছে টেইলর সুইফট ও তাঁর প্রেমিক ট্রাভিস কেলসি, ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিনেমার কলাকুশলী, ব্ল্যাঙ্কোর সহকর্মীসহ অনেকে।
যেহেতু দুই দিনের অনুষ্ঠান, তাই রাত্রিযাপনের জন্য ব্যাগপত্র নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে অতিথিদের।

এর আগে ২০২৩ সালের জুনে ব্ল্যাঙ্কোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সেলেনা গোমেজ। ওই বছরের ডিসেম্বরে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। এক বছরের মাথায় গত বছরের ডিসেম্বরে বাগদান সারেন তাঁরা।

ওই সময় সেলেনা জানিয়েছিলেন, ব্ল্যাঙ্কোর সঙ্গে সব সময়ই নিরাপদ বোধ করেন তিনি।

তাই সারা জীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
সেলেনা গোমেজের ‘কিল এম উইথ কাইন্ডনেস’ গানের প্রযোজক ছিলেন ব্ল্যাঙ্কো, গানটি প্রকাশ পেয়েছিল ২০১৫ সালে। ২০১৭ সালে প্রকাশিত সেলেনার আরেকটি গান ‘ট্রাস্ট নোবডি’ যৌথভাবে লিখেছিলেন ব্ল্যাঙ্কো, প্রযোজনাও করেছিলেন তিনি। এ ছাড়া, ব্ল্যাঙ্কোর ‘আই কান্ট গেট এনাফ’ গানে সহশিল্পী ছিলেন সেলেনা, গানটির ভিডিওতে মডেল হিসেবেও দেখা গেছে তাঁকে।

Share Now

এই বিভাগের আরও খবর