চীন ফেরত ৩ হকি খেলোয়াড়ের পাশে জয়পুরহাটের ডিসি

আপডেট: July 17, 2025 |
inbound7307817231077948432
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ অনুর্ধ্ব-১৮ বাংলাদেশ জাতীয়  হকি দলের হয়ে চীনের  দাঝোতে অনুষ্ঠিত Mans, woman’s  এশিয়া কাপ ২০২৫ খেলে ১৪ জুলাই দেশে ফিরেছেন জয়পুরহাট জেলার ৪ জন  কৃতি সন্তান।

দেশে ফিরে নিজ জেলা জয়পুরহাটে আসেন। পরে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন।

জেলা প্রশাসক তাদের খেলার খোঁজ খবর নেন। তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

৩ জন খেলোয়াড় হচ্ছে  মুন্না ইসলাম, সোহরাব ইসলাম ছোটন   মোছাঃ রিয়াশা আক্তার। তারা তিনজনই জয়পুরহাটের।

উল্লেখ্য যে তারা সবাই এখন বিকেএসপিতে সাভার, ঢাকাতে বর্তমানে অধ্যায়নরত।

Share Now

এই বিভাগের আরও খবর