জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির এ্যাডহক কমিটি গঠন, সেক্রেটারি মানিক

আপডেট: July 17, 2025 |
inbound8264894422812181135
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জয়পুরহাট জেলায় আগামী  তিন মাস মেয়াদি একটি অ্যাডহক কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সদর দপ্তর।

২ জুলাই জারিকৃত এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির  মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম, এনডিসি।

Red Crescent Order, 1973 (Presidents Order No. 26 of 1973) এর  7(4) প্রদত্ত্ব ক্ষমতা বলে গঠিত এই কমিটির মেয়াদ ২ জুলাই ২০২৫ থেকে ১অক্টোবর ২০২৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

নতুন কমিটিতে জয়পুরহাট  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদাধিকারবলে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন গোলাম কিবরিয়া  এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মিনহাজুল ইসলাম মানিক।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: পুলিশ সুপার এর প্রতিনিধি, সিভিল সার্জন এর প্রতিনিধি, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপ পরিচালক সমাজসেবা অধিদপ্তর, রেড ক্রিসেন্ট চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ দেওয়ান রুহুল মাহবুব, উপ পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, ওমর আলী বাবু, নিয়ামুর রহমান নিবিড়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, জয়পুরহাট  ইউনিটের কার্যক্রম সচল ও গতিশীল  রাখার লক্ষ্যে আগামী ৩ মাসের জন্য  অ্যাডহক কমিটি গঠন করা হল।

নির্দেশনায় আরো বলা হয়েছে, মেয়াদ সমাপ্তির পূর্বেই সোসাইটির গঠনতন্ত্রের Article 9B(3) এর বিধান অনুযায়ী নির্বাচন এর মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করতে হবে। যার মেয়াদ Article 93(4) এর বিধান অনুযায়ী প্রযোজ্য হবে।

Share Now

এই বিভাগের আরও খবর