বগুড়ায় এক হাজার শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ ২০২৪-২৫ অর্থবছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বগুড়া সদর উপজেলার ১০০০ জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নিম,বেল, জাম, কাঠাল চারাগাছ বিতরণ করা হয়েছে।
১৭ জুলাই ( বৃহস্পতিবার) সকালে বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে বগুড়া সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই চারা গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আব্দুল ওয়াজেদ।
সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসমত জাহান।
অনুষ্ঠানে মোট ১০০০ জন শিক্ষার্থীদের মাঝে জনপ্রতি ৪ টি করে চারাগাছ বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শামসুন্নাহার শিউলী, আইসিটি অফিসার মোঃ আল মাহমুদ সরকার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।