জবিতে জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান

আপডেট: July 17, 2025 |
inbound4909754371238531184
print news

তানিয়া শবনম, জবি প্রতিনিধি: জুলাই বিপ্লবের এক বছর পূর্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম (আইআরডিসি)-এর আয়োজনে ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, একটি বিশেষ পাবলিক লেকচারের আয়োজন করা হয়।

‘জুলাই বিপ্লব ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এই লেকচার বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের ৭১২ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়। মূল বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মীর্যা গালিব।

লেকচারে ড. গালিব জুলাই বিপ্লবের পটভূমি, প্রভাব ও সম্ভাবনা বিশ্লেষণ করে বলেন, এটি ছিল জনগণের দীর্ঘদিনের ক্ষোভ ও বঞ্চনার বিস্ফোরণ।

রাজনৈতিক অবক্ষয়, গণতন্ত্রের সংকোচন, নির্বাচনী কারচুপি, মতপ্রকাশের স্বাধীনতা হরণ, রাষ্ট্রীয় নিপীড়ন, এবং প্রশাসনে দুর্নীতির ফলে জনগণের আস্থা হারিয়ে যায়—যা শেষ পর্যন্ত এই গণআন্দোলনের জন্ম দেয়।

তিনি বলেন, জুলাই বিপ্লব শুধুমাত্র একটি প্রতিক্রিয়া ছিল না, বরং এটি নাগরিক অধিকার, গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে।

ভবিষ্যতের জন্য তিনি একটি সুপরিকল্পিত ‘জুলাই ঘোষণাপত্র’, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা, বৈষম্যহীন সমাজ এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের ওপর জোর দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন, “জুলাই বিপ্লব আমাদের রাষ্ট্রকে নতুনভাবে গঠনের সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি। আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি সুশাসিত, ন্যায্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া।”

inbound7840581586679441809

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সিদ্দিকুর রহমান খান আলোচক হিসেবে বলেন, “জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকেন্দ্রিক আন্দোলন নয়, এটি ছিল ফ্যাসিবাদবিরোধী গণমানুষের একতাবদ্ধ রুখে দাঁড়ানো।

তবে এই বিপ্লবের অর্জন টিকিয়ে রাখতে হলে রাজনৈতিক মানসিকতায় পরিবর্তন আনতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররফ হোসেন।

সভাপতিত্ব করেন আইআরডিসি সভাপতি ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইআরডিসি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।

লেকচারে বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

Share Now

এই বিভাগের আরও খবর