ওপেনিংয়ে খেলার জন্য সবসময় প্রস্তুত থাকি : নাঈম শেখ

আপডেট: July 18, 2025 |
boishakhinews 57
print news

গতকালই শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিশ্রামের কোনো সুযোগ নেই। দুয়ারে কড়া নাড়ছে পাকিস্তান সিরিজ। শুক্রবার দলীয় অনুশীলন থাকলেও শেষ পর্যন্ত বাতিল হয়েছে। কিন্তু ব্যতিক্রম নাঈম শেখ।

দুপুরে একাই শের-ই-বাংলায় হাজির এই বাঁহাতি ব্যাটার। অনুশীলন শেষে মুখোমুখি হন গণমাধ্যমের। দীর্ঘদিন পর শ্রীলঙ্কা সিরিজে দলে ফেরেন। জাকের আলীর ইনজুরিতে এক ম্যাচ সুযোগ পান, তার ব্যাট থেকে আসে ২৯ বলে ৩২ রান। ওপেনিং ব্যাটার হলেও নাঈমকে এই ম্যাচে দেখা যায় চারে।

নাঈম বলেন, “ওপেনিংয়ে খেলার জন্য সবসময় প্রস্তুত থাকি। এখনও যে ব্যক্তিগত অনুশীলন করলাম, ওপেনিংয়ে কীভাবে খেলব বা সুযোগ আসলে কীভাবে কাজে লাগাব, সেটার জন্যই প্রস্তুতি নিচ্ছি। সত্যি বলতে, ওইটার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তো পরেরবার যদি এভাবে সুযোগ আসে, অবশ্যই মাথায় থাকবে।’’

 

জাকের ফিট হওয়ার পর নাঈম বাদ পড়েন একাদশ থেকে। এখন থেকে সব পজিশনে খেলতে প্রস্তুত থাকবেন এই ব্যাটার। তাইতো পুরো দল অনুশীলনে না এলেও নিজেই এসে ব্যাটিং করেন লম্বা সময়।

নাঈম জানান, “সত্যি বলতে, আপনারা সবাই জানেন জাকের ইনজুরিতে ছিল দেখেই কিন্তু আমার চারে খেলতে হয়েছে। আমার পাঁচে খেলার কথা ছিল। তো ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে চারে খেলেছি। কিন্তু জাকের ইনজুরিতে থাকার কারণেই কিন্তু আমি খেলেছি। সাধারণত আমার খেলার কথাই ছিল না।”

Share Now

এই বিভাগের আরও খবর