ডিআইইউ ছাত্রদলের উদ্যোগে আহত শিক্ষার্থীর চিকিৎসা সহায়তা

আপডেট: July 18, 2025 |
inbound8198739540338389636
print news

ডিআইইউ প্রতিনিধি: ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে গুরুতর আহত হন ডিআইইউ ফার্মেসি বিভাগের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ তুহিন।

তার পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয় মেটানো কঠিন হয়ে পড়লে সহায়তার হাত বাড়িয়ে দেয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ছাত্রদল।

শুক্রবার (১৮ জুলাই) ডিআইইউ ছাত্রদলের একটি প্রতিনিধিদল রাজধানীর একটি হাসপাতালে গিয়ে তুহিনের সঙ্গে সাক্ষাৎ করে এবং তার হাতে আর্থিক সহায়তা তুলে দেয়।

এসময় উপস্থিত ছিলেন, ডিআইইউ ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান চাঁদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মঈন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিপুল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার সাগর, দপ্তর সম্পাদক জুবায়ের আহমেদ।

ডিআইইউ ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান চাঁদ বলেন, “শিক্ষার্থীদের যেকোনো দুর্দিনে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক বিবেচনায় আমরা এই সহায়তা করেছি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।”

Share Now

এই বিভাগের আরও খবর