গণঅভ্যুত্থানে শহীদদের স্বরণে জয়পুরহাট জেলা বিএনপির দোয়া ও মৌন মিছিল

আপডেট: July 18, 2025 |
inbound7681138719847037455
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় জয়পুরহাটে জেলা বিএনপির উদ্যোগে মৌন মিছিল ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজ এর পরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পাঁচবিবি উপজেলার মাতাস মঞ্জিল জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে বিকেলে শহরের বাজলা স্কুল মাঠ থেকে একটি মৌন মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির অফিসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময়  উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবির, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, যুবদলের সাবেক আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্র, ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর