গোপালগঞ্জে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় ৫৭৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট: July 18, 2025 |
inbound2647613307553859743
print news

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ৫৭৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান।

তিনি জানান, গত বুধবার সকালে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের উলপুর এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশ।

এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে একদল লোক হঠাৎ করে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।

তারা পুলিশ সদস্যদের মারধর করে, কর্তব্যরত পুলিশ ভ্যান ও অন্যান্য গাড়িতে ভাঙচুর চালায় এবং একটি গাড়িতে অগ্নিসংযোগ করে। হামলায় পরিদর্শক আহম্মেদ আলীসহ অন্তত পাঁচ পুলিশ সদস্য আহত হন।

ওসি সাজেদুর রহমান বলেন, “এ ঘটনায় ছাত্রলীগের জেলা সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর পিয়ালসহ মোট ৭৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪৫০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

এর আগে একই ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হন এবং অর্ধশতাধিক আহত হন। ওই রাতেই গোপালগঞ্জে কারফিউ জারি করে প্রশাসন।

Share Now

এই বিভাগের আরও খবর