বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু

আপডেট: July 18, 2025 |
inbound4134447966436637963
print news

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু হলো। বাংলাদেশ ও ওএইচসিএইচআর তিন বছরের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

জেনেভার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

শুক্রবার (১৮ জুলাই) এ তথ্য জানিয়েছে।

এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় সহায়তায় জাতিসংঘের মানবাধিকার অফিস এবং বাংলাদেশ সরকার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। চলতি সপ্তাহে একটি মিশন খোলার জন্য তিন বছরের জন্য এ স্বাক্ষর করা হয়েছে।

হাইকমিশনার ফলকার টুর্ক বলেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষর বাংলাদেশের মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, যা দেশের রূপান্তরের মূল ভিত্তি। এটি আমার অফিসকে আমাদের তথ্য-অনুসন্ধান প্রতিবেদনে প্রদত্ত সুপারিশ বাস্তবায়নে আরও ভালোভাবে সহায়তা করতে সক্ষম করবে।

তিনি আরও বলেন, পাশাপাশি বাংলাদেশ যে মৌলিক সংস্কারগুলো এগিয়ে নিচ্ছে তাতে আমাদের দক্ষতা এবং সহায়তার মাধ্যমে সরকার, নাগরিক সমাজ এবং অন্যান্যদের সঙ্গে সরাসরি মাঠে যুক্ত হতে সহায়তা করবে।

দেশের জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কর্তৃপক্ষকে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেবে নতুন এই মিশন। এ ছাড়া এটি কাজ করবে সরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের কর্মীদের সক্ষমতা বাড়াতে।

Share Now

এই বিভাগের আরও খবর