১৪ ঘণ্টার জন্য শিথিল গোপালগঞ্জের কারফিউ

আপডেট: July 19, 2025 |
inbound8524217613739273549
print news

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ ১৪ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) রাত ১২টার দিকে জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৯ জুলাই) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

এর আগে, ১৬ জুলাই এনসিপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এদিন দিনভর সহিংসতায় প্রাণহানির ঘটনাও ঘটে। এরপরই ওই রাত ৮টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়।

পরবর্তীতে দ্বিতীয় দফায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১১টা পর্যন্ত কারফিউ বাড়ানো হয়। এরপর তিন ঘণ্টার বিরতির পর আবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বহাল রাখা হয়।

সবশেষ শুক্রবার রাত ৮টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত তৃতীয় দফায় কারফিউ জারি করা হয়, যা শনিবার সকাল থেকে রাতে পর্যন্ত শিথিল রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর