ঢাকায় সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার, আহত ৮

আপডেট: July 19, 2025 |
inbound8682798733276488722
print news

জামায়াতে ইসলামীর মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাওলানা আবু সাঈদ (৫০) নামে জামায়াতের এক নেতা। এসময় গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন।

শনিবার (১৯ জুলাই) ভোররাত ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত মাওলানা আবু সাঈদ খুলনার দাকোপ উপজেলার জামায়াতে ইসলামীর আমির ছিলেন।

দলীয়ভাবে জানা গেছে, মাওলানা আবু সাঈদসহ নেতাকর্মীরা মাইক্রোবাসে করে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান বলেন, রাত ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন, আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর