জামায়াতের সমাবেশ ঘিরে ঢাবি শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

আপডেট: July 19, 2025 |
inbound6550069156126276886
print news

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর শনিবারের (১৯ জুলাই) সমাবেশকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রি শেখর চক্রবর্তীর সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই বার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে একটি রাজনৈতিক দলের সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ জন্য পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাই পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার প্রস্তুতি নেবেন, যেন নির্ধারিত সময়ের আগেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে পারেন।

Share Now

এই বিভাগের আরও খবর