ক্ষতি পূরণ নয়, সম্মান দিতে পারি: জাপা মহাসচিব


ডিআইইউ প্রতিনিধি: তোমাদের ক্ষতি আমরা পূরণ করতে পারব না, তবে তোমাদের সম্মান দিতে পারি – জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টায় ডিআইইউ আয়োজিত ‘জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের স্মৃতিচারণ অনুষ্ঠান’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, “আমরা খুব স্বল্প সময়ে স্কলারশিপের ব্যবস্থা করেছি আহত শিক্ষার্থীদের জন্য। আন্দোলনের সময় যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসার জন্য অর্থ সহায়তাও দেওয়া হয়েছে এবং আমাদের শিক্ষকরাও অগ্রণী ভূমিকা পালন করেছে জুলাই গনঅভ্যুত্থানে।
অনুষ্ঠানে জুলাই গনঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও স্মৃতি তুলে ধরেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আহত শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জাহিদুল ইসলাম, উপ-উপাচার্য ড. গণেশ চন্দ্র সাহা, প্রক্টর ও প্রভোস্ট অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান শেষে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।