ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ছাড়া আর কোনো পথ নেই: আমীর খসরু


আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন ছাড়া অন্য কোনো পথ গ্রহণ করা হলে তা দেশের জন্য বিপজ্জনক হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (১৯ জুলাই) চট্টগ্রাম নগরীর লেডিস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “জনগণ একটি স্থিতিশীল ও সহনশীল বাংলাদেশ চায়। আর সে জন্য আগামী ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। জনগণের ভোটে নির্বাচিত সংসদ ও সরকারই হতে হবে—এটাই একমাত্র পথ।”
আমীর খসরু আরও বলেন, “বাংলাদেশের মানুষ বহুদিন ধরে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করছে। যারা এই নির্বাচন চায় না, তাদের রাজনীতিতে থাকার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন রয়েছে।”
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের সব সমস্যা ও বৈষম্য দূর করতে পর্যাপ্ত আর্থিক বরাদ্দ নিশ্চিত করা হবে।”