জুলাই-আগস্ট হত্যাকাণ্ড: সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ জন ট্রাইব্যুনালে

আপডেট: July 20, 2025 |
inbound6986445928268326790
print news

জুলাই-আগস্টের গণহত্যার মামলায় সাবেক আওয়ামী লীগ সরকারের ৯ জন সাবেক মন্ত্রীসহ ৩৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ রবিবার (২০ জুলাই) সকালে তাদেরকে বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১৪ জন, কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে এনটিএমসির সাবেক পরিচালক জিয়াউল আহসানসহ ১৪ জন, কাশিমপুর কারাগার থেকে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও আরও ১৫ জন এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে আদালতে হাজির করা হয়।

ট্রাইব্যুনালে হাজির হওয়া অন্যদের মধ্যে রয়েছেন—সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বীর বিক্রম), সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দীন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

এদের বিরুদ্ধে মুগ্ধ হত্যা মামলা ছাড়াও নরসিংদী, কক্সবাজার, সিলেটসহ মোট ৭টি গণহত্যা মামলায় আজ আদালতে হাজিরা নেওয়া হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের একাধিক ব্যক্তি ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এসব মামলায় মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর