বিএফডিসিতে ফল উৎসব অনুষ্ঠিত


বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত হলো প্রাণবন্ত এক ফল উৎসব। বর্ষা ঋতুর নানা মৌসুমী ফল আর নির্মাতাদের আন্তরিক মিলনমেলা—দুইয়ের সমন্বয়ে এফডিসির পরিচালক সমিতির কার্যালয় আজ রঙিন হয়ে উঠেছিল।
সমিতির সভাপতি শাহীন সুমন জানান, এই আয়োজনের পেছনে মূল ভাবনার জন্ম দিয়েছিলেন সমিতির সাবেক সভাপতি, নন্দিত নির্মাতা কাজী হায়াৎ। তিনি একসময় মৌসুমী ফল উৎসব আয়োজনের প্রস্তাব দেন, তবে তা বাস্তবায়ন হয়নি। তার সেই অসমাপ্ত স্বপ্নকে সম্মান জানিয়ে বর্তমান কার্যনির্বাহী কমিটি বাস্তবায়ন করে এ উৎসব।
এই উৎসবে নবীন-প্রবীণ নির্মাতাদের উপস্থিতিতে আবেগঘন এক পরিবেশ তৈরি হয়েছিল। উপস্থিত ছিলেন বাংলা গানের জীবন্ত কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, চিত্রনায়ক হেলাল খান, মাসুম পারভেজ রুবেল, নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, কাজী হায়াৎ, ছটকু আহমেদ, ওয়াকিল আহমেদ, শাহালম কিরণ, বাংলাদেশ ফিল্ম ক্লাবের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরুসহ অনেক গুণীজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, মহাসচিব শাহীন কবির টুটুল এবং কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরাও। উৎসব শেষে সবাই মিলে বিভিন্ন মৌসুমী ফলের স্বাদ উপভোগ করেন এবং চলচ্চিত্র শিল্পের নানা দিক নিয়ে আলোচনা করেন।