আমার যে চারটি বাচ্চা আছে ওরা আমাকে খারাপ থাকতেই দেয় না : জয়া আহসান

আপডেট: July 20, 2025 |
boishakhinews 68
print news

যেকোনো অভিনেতা বা অভিনেত্রীকে বিভিন্ন ধরণের চরিত্রের সাইক্লোজিতে ঢুকতে হয়। এতে মানসিক একটা চাপে পড়ে যান তারা। জয়া আহসানও তার বিপরীত নন। তবে হতাশা দূর করতে তিনি চারটি পোষ্য রেখেছেন ঘরে।

এই বিষয়ে সম্প্রতি একটি পডকাস্টে তিনি বলেন, ‘‘আমার চারটি পোষ্য আছে, ওরা আমার কাছে চারটি বাচ্চা। ওদের আমি মা। আমার মাতৃত্ব ওদের সাথে। আর মাটির সাথে। ওরা জীবন থেকে নেগেটিভিটি শুষে নেয়। আমার যে চারটি বাচ্চা আছে ওরা আমাকে খারাপ থাকতেই দেয় না।’’

চারটি পোষ্য-এর চারটি আলাদা নামও দিয়েছেন জয়া আহসান। জয়া বলেন, ‘‘বড় জনের নাম ক্লিওপেট্রা, তারপরে রিও, তারপরে নিমকি আর জিমি। ’’

পৃথিবীতে বেশিরভাগ মানুষ অতীতের অনেক অভিজ্ঞতাকে ভুল মনে করেন। এ নিয়ে জয়া কি বলে জানেন? তিনি বলেন, ‘‘আমার জীবনে যেসব ভুল, বা আপতদৃষ্টিতে যেগুলো ভুল বলে মনে হচ্ছে; ওগুলো আসলে ভুল না। আমার জীবনে ভুল বলে কিছু নেই।’’

Share Now

এই বিভাগের আরও খবর