বগুড়ার সাবেক যুবলীগ নেতা আমিনুলের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ ঢাকায় আত্মগোপনে থাকা গ্রেফতারকৃত বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবগীল নেতা আমিনুল ইসলামকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
২০ জুলাই (রোববার) বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদালতের বিচারক মেহেদী হাসান এ আবেদন মঞ্জুর করেন।
বগুড়া জেলা গোয়েন্দা( ডিবি) পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজধানী ঢাকা থেকে গ্রেফতারের পর তাকে বগুড়ায় আনা হয় আমিনুল ইসলামের বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে।
তার বিরুদ্ধে সংঘবন্ধ অপরাধ,চাঁদাবাজি এবং নাশকতার অভিযোগে তদন্ত চলমান রয়েছে।
ডিবি পুলিশের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বগুড়া জেলা দায়রা জজ আদালত (পি.পি) অ্যাডভোকেট মো: আব্দুল বাছেদ বলেন,আমিনুল ইসলামের বিরুদ্ধ সংগঠিত অপরাধ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেআইনি কাজ করার অভিযোগ রয়েছে।
বগুড়ার বিএনপি নেতা অ্যাডভোকেট মাববুল আলম শাহিন বলেন, হত্যাসহ ২০টিরও বেশি মামলা রয়েছে।
গত বছর ৪ আগস্ট বগুড়ায় বৈষম্যা বিরোধী আন্দোলনে নিহত কমরউদ্দিন বাঙ্গি, সেলিম ও আব্দুল হান্নান হত্যা মামলায় তাকে জিজ্ঞাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসার সম্ভবানা রয়েছে।
এদিকে তার গ্রেফতার ও রিমান্ড মঞ্জুর নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।তার ফাঁসির দাবি জানান বিক্ষুব্ধ জনতা।
যৌথ বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয় ।
নিরাপত্তার মধ্যে আদালতে উপস্থিত বিক্ষুব্ধ জনতা আমিনুল ইসলামকে লক্ষ করে পঁচা ডিম নিক্ষেপ করেন।