জবির নিষিদ্ধ ছাত্রলীগের ৪২১ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদলের স্মারকলিপি

আপডেট: July 21, 2025 |
inbound5753507908637855190
print news

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪২১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ এনে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রবিবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, প্রক্টর ও রেজিস্টার বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বিগত ১৭ বছরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিস্থিতির অবনতির জন্য ছাত্রলীগ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অপরাধমূলক কর্মকাণ্ডকে দায়ী করা হয়।

বিশেষ করে, শহীদ সাজিদ ভবনে সংঘটিত ঘটনার একতরফা ও তদন্তহীন বিচার প্রক্রিয়া প্রত্যাহারের দাবি জানায় ছাত্রদল।

এতে আরও বলা হয়, জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে যারা শান্তিপূর্ণভাবে অংশ নিয়েছে এবং কোনো ফৌজদারি অপরাধে জড়িত নয়—তাদের যেন তালিকা থেকে বাদ দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে চলমান সহিংসতা ও দমননীতির বিরুদ্ধে এ স্মারকলিপিকে ‘বিচার দাবির আনুষ্ঠানিক প্রতিবাদ’ হিসেবে উল্লেখ করেন ছাত্রদল নেতারা।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন,“আমরা শুধু তাদের বিচার চাই, যারা বিরোধী মতের শিক্ষার্থীদের নির্যাতন করেছে। কেউ যদি নিরপরাধ হয়, তাকে যেন হয়রানি করা না হয়—সে দাবিও জানিয়েছি।”

ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন,“ছাত্রলীগের প্রশ্নে আমরা বিন্দুমাত্র আপোষ করবো না। আমরা চাই, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিটি সন্ত্রাসীর বিচার হোক।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, নাহিয়ান বিন অনিক, রাশেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Share Now

এই বিভাগের আরও খবর