বগুড়ার মহাস্থানে ট্যুরিস্ট কমিউনিটি পুলিশিং ও পর্যটন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: July 21, 2025 |
inbound1727188000406125880
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে ট্যুরিস্ট কমিউনিটি পুলিশিং ও পর্যটন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা করেন পুলিশ ট্যুরিস্ট অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন।

২০ জুলাই (রোবার) বিকেলে বগুড়া শিবগঞ্জ উপজেলার মহাস্থান শাহ সুলতান আলিম মাদ্রাসার হলরুমে অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, ঢাকা, সিলেট, ময়মসিংহ বিভাগ, অতিরিক্ত ট্যুরিস্ট পুলিশ, রাজশাহী, রংপুর বিভাগ, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়াটার্স ঢাকার দায়িত্ব মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা ট্যুরিস্ট পুলিশ বিভিন্ন স্টেকহোল্ডার এবং স্থানীয় জনগণের সাথে মতবিনিময় সভা করে থাকি।

এই সভা গুলি সাধারণত পর্যটন এলাকার নিরাপত্তা, পর্যটকদের সমস্যা এবং পর্যটন শিল্পের উন্নয়নের জন্য আয়োজন করা হয়। মহাস্থানগড় একটি ট্যুরিস্ট এলাকা।

এখানে পুলিশের মতবিনিময় সভার মূল উদ্দেশ্য হলো পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা। পর্যটন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

মহাস্থানগড় এলাকায় ট্যুরিস্ট পুলিশের টহল বৃদ্ধি করা। পর্যটকদের যেকোন সমস্যা যেমন – প্রতারণা, হয়রানি, ছিনতাই ইত্যাদি সমাধানে কাজ করা হবে।

পর্যটন শিল্পের উন্নয়নে কি কি পদক্ষেপ নেয়া যাবে এজন্য স্থানীয় জনগণের সাথে ট্যুরিস্ট পুলিশের সম্পর্ক উন্নয়ন করা এবং উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

সেই সাথে মহাস্থানগড় এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধি এবং অন্যান্য স্টেকহোল্ডাররা এই সভায় যোগ দিয়ে তাদের মতামত ও পরামর্শ দিয়ে উৎসাহিত করেন।

এর মাধ্যমে মহাস্থানগড় পর্যটন খাতকে আরও উন্নত এবং নিরাপদ করে তোলা সম্ভব বলে তিনি জানিয়েছেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ আতিয়ার রহমান, মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ন রাশিদা সুলতানা, মহাস্থান মাজার মসজিদের প্রশাসনিক কর্মকর্তা এএইচএম রবিউল করিম, মহাস্থান মাহীওয়ার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মতিউর রহমান, শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, ইউপি সদস্য আলমগীর হোসেন লালু প্রমূখ।

Share Now

এই বিভাগের আরও খবর