বগুড়ার আদমদীঘিতে যুবলীগের ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম ভোলা গ্রেফতার

আপডেট: July 21, 2025 |
inbound7038642105716532583
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম ভোলা (৪২) -কে গ্রেফতার করেছে পুলিশ।

১৯ জুলাই (শনিবার) সন্ধ্যায় আদমদীঘির থানাধীন তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আমিরুল ইসলাম ভোলা আদমদীঘি উপজেলার উথরাইল গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে সান্তাহার ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি অফিসে ঢুকে দরজা জানালা ভাংচুর, চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র, জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগষ্ট আওয়ামীলীগের ১২৫ জন নেতা-কর্মীদের নাম উল্লেখ-সহ অজ্ঞাত আরো ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইন তৎসহ বিস্ফোরক উপাদানবলী আইনে একটি মামলা হয়।

এ মামলায় শনিবার সন্ধ্যায় ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম ভোলাকে গ্রেফতারর করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আমিরুল ইসলাম ভোলাকে আজ রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর