বগুড়ায় আলোচিত শাকিল হত্যা মামলা প্রধান আসামী গ্রেফতার

আপডেট: July 21, 2025 |
inbound4229814530068631627
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর থানাধীন ফুলবাড়ী এলাকায় ১৪ বছর বয়সী মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবা শাকিলকে তুলে নিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামি মোঃ রাজু শেখ (৪০) গ্রেফতার করেছে র‍্যাব।

২০ জুলাই (রোববার) রাত্রি আনুমানিক সোয়া ১০টার দিকে র‍্যাব-১২, বগুড়া এবং র‍্যাব-১,সিপিসি-১, উত্তরা এর যৌথ অভিযানে বগুড়া সদর থানাধীন ফুলবাড়ী এলাকার শাকিলকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মোঃ রাজু শেখ(৪০) -কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারককৃত রাজু বগুড়া সদর থানাধীন শিববাটি ঘোড়া পাড়া এলাকার মোঃ সলু এর ছেলে। আজ সোমবার দুপুরে র‍্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজের স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, মোঃ জিতু সরকার(৪৩) পিতা মৃত সেকেন্দার আলী সরকার সাং ফুলবাড়ী কারিগর পাড়া, থানা সদর জেলা বগুড়া সুরমী(১৪) কে দীর্ঘ দিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল।

মেয়ের পিতা ভিকটিম শাকিল বিয়ে দিতে রাজি না হওয়ায় গত ১৪ জুন ২০২৫ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় ভিকটিম শাকিল তার অটোরিকশা নিয়ে বগুড়া সদর থানাধীন শীববাটি শাহী মসজিদ রোড ইন্দীরার পার জনৈক পুকুর মুদি দোকানের সামনে পৌছালে ১নং আসামী মোঃ জিতু সরকার এর নেতৃত্বে অন্যান্য আসামীদের সহায়তায় এলোপাতারি মারপিট করিয়া জখম করে।

ভিকটিম শাকিলের চিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে আসলে শাকিল দৌড়ে নিজ বাড়ীতে আশ্রয় নেয়।

একই দিন দুপুর আনুমান ০২.০০ ঘটিকার সময় ৫ থেকে ৬ টি মোটরসাইকেল যোগে আসামীগন ভিকটিম শাকিলের বাড়ি থেকে জোরপূর্বক অপহরণ করে বগুড়া সদর থানাধীন ফুলবাড়ী মৃধাপাড়া গ্রামস্থ করতোয়া নদীর পাড়ে নিয়ে হত্যার উদ্দেশ্যে দীর্ঘসময় ধরে লাঠিসোটা ও লোহার রড দিয়া ভিকটিমের শরীরে এলোপাতারি মারপিট করিয়া জখম করলে জ্ঞান হারিয়ে নিস্তেজ হয়ে পড়লে আসামীরা পালিয়ে যায়।

পরবর্তীতে আশে পাশের লোকজন ভিকটিমকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের স্ত্রী বাদী হয়ে বগুড়া জেলার সদর থানায় এজাহার নামীয় ১৭ জন ও অজ্ঞাতনামা ৮/১০ জন কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং- ২৮ তারিখ- ১৪/০৬/২০২৫ ইং ধারা- ৩৬৪/৩০২/৩৪ পেনাল কোড।

উক্ত মামলার প্রেক্ষিতে র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি ঢাকা গুলশান থানাধীন নিকেতন এলাকায় উল্লিখিত হত্যা মামলার এজাহার নামীয় ০২নং পালাতক আসামী মোঃ রাজু শেখ(৪০) অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় র‌্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় ২০ জুলাই রাত্রি আনুমানিক ২২.২০ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র‌্যাব-১, সিপিসি-১, উত্তরা এর যৌথ আভিযানিক দল ডিএমপি ঢাকা গুলশান থানাধীন নিকেতন এলাকার রোড নং-৩, বাসা নং-২২ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার এজাহার নামীয় ০২নং পলাতক আসামী মোঃ রাজু শেখকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, গ্রেফতারকৃত আসামী রাজুর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর